চিরিরবন্দর সংবাদদাতা ॥ দিনাজপুরের চিরিরবন্দরে লুৎফা বেগম (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
জানা গেছে, গত ৩০ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় উপজেলার সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের জামালশাহ্ পাড়ার জাহেদুল ইসলামের স্ত্রী লুৎফা বেগম (৩০) হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে স্থানীয় চিকিৎসকের নিকট চিকিৎসা প্রদান করা হয়। এতে লুৎফার শারিরীক অবস্থার অবনতি হলে স্বামীর বাড়ির লোকজন তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর স্বামীর বাড়ির লোকজন লুৎফার মরদেহ গোপনে দাফনের চেষ্টা করে। এসময় লুৎফা বেগমের স্বামী মো. জাহেদুল ইসলাম কর্মস্থল নোয়াখালীতে অবস্থান করছিল। আজকে অর্থাৎ ১লা মে শনিবার সকালে তিনি বাড়িতে ফিরে এসেছেন। থানা পুলিশ গোপনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গতকাল ১লা মে শনিবার দুপুর ১২টায় সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
তদন্তকারি কর্মকর্তা এস আই তাজুল ইসলাম জানান, মৃত লুৎফার নাক ও মুখে ফেনা ছিল এবং মাথায় হালকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়না তদন্তের রিপোর্ট মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪