নবাবগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নদীতে গোসল নেমে পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। ১৫ জুন মঙ্গলবার বিকাল ৩টার সময় নলশিষা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো অনামিকা সরকার (৯) ও অর্ঘ সরকার (৭)। তারা দুজন নবাবগঞ্জ উপজেলার ডাংসেরগাট গ্রামের কৃষক অপুল চন্দ্র সরকারের ছেলে মেয়ে। নবাবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সামছুল আলম দুই ভাই বোনের নদীতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে তিন ভাইবোন মিলে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। এ সময় ছোট ভাই প্রল্লাদকে গোসল করিয়ে নদীর পাড়ে বসিয়ে রেখে অনামিকা ও অর্ঘ গোসল করতে নামে। বেশ কিছুক্ষণ পর ভাই-বোনকে দেখতে না পেয়ে ছোট ভাই কান্না শুরু করে। এ সময় ওই নদীর পাড় দিয়ে কয়েকজন জেলে যাওয়ার সময় প্রল্লাদের কান্না শুনে এগিয়ে আসে। পরে তারা প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর ভাই-বোনের মরদেহ উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪