চিরিরবন্দর সংবাদদাতা ॥ দিনাজপুরের চিরিরবন্দরে কীটনাশক পানে রাজিয়া বেগম (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৮ জুন সোমবার রাত ৯টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের সাহাপুর গ্রামের কামারপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। নিহত রাজিয়া বেগম ওই গ্রামের মৃত আব্বাস আলীর মেয়ে।
জানা গেছে, ঘটনার দিন রাতে রাজিয়াবেগম কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় বাড়ির লোকজন ঘটনা টের পেয়ে তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধওে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিনাতিপাত করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নিতাই চন্দ্ররায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কারো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪