চিরিরবন্দর সংবাদদাতা ॥ সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিন থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই কঠোর লকডাউননের ৩য় দিন বাস্তবায়নের জন্য চিরিরবন্দর উপজেলার বিভিন্ন সড়কসহ বিভিন্ন হাট-বাজারে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসানের নেতৃত্বে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।
টহল জোরদার করতে সঙ্গে আছেন সেনাবাহীনি, বিজিবি ও পুলিশ। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোষ্ট। প্রয়োজন ব্যতীত বাহিরে অবস্থান করলেই নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা। জনসমাগম নিয়ন্ত্রণ এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান জানান, স্বাস্থ্য বিধি না মানার কারণে লকডাউনের শুরু থেকে ৩ জুলাই শনিবার পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযান চলমান থাকবে জানিয়ে তিনি সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহব্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪