হিলি (দিনাজপুর) প্রতিনিধি://
’’নুপুরের ছন্দে নৃত্য একাডেমি” আয়োজিত ৭ দিন ব্যাপী ”ভরত নাট্যম” নৃত্য কর্মশালা অনুষ্টিত হয়েছে হিলিতে। নৃত্য কর্মশালার প্রশিক্ষক ছিলেন ভারতের নৃত্যগুরু শ্রী প্রসূন বন্দোপাধ্যায়।
সমাপনিদিন আজ মঙ্গলবার সন্ধেবেলায় হিলি সীমান্ত এলাকার ’’নুপুরের ছন্দে নৃত্য একাডেমি” ভবন চত্তরে সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আফজার হোসেন আঙ্গুরের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিলি-হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ।
প্রশিক্ষনটিতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ৩০ জন প্রশিক্ষনার্থী ”ভরত নাট্যম” নৃত্য প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করেন। পরে তাদের আনুষ্ঠানিক ভাবে সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪