হিলি প্রতিনিধি:
বাংলাবর্ষ বরনে বৈশাখী আনন্দকে ভাগাভাগি করে নিতে হিলি সীমান্তে আনুষ্টানিক ভাবে বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আজ শনিবার সকাল ১০ টার দিকে হিলি চেকপোষ্ট শুন্য রেখায় আনুষ্ঠানিক ভাবে ভারতীয় সীমান্ত রক্ষীদেক মিষ্টি উপহার দেয়া হয়।
এসময় বিজিবি হিলি চেকপোষ্ট কোম্পানী কমান্ডার আবু নাছের ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারত হিলি ক্যাম্প কমান্ডেন্ট ইন্সপেক্টর ওয়াজির চান এর হাতে মিষ্টি তুলে দেন।
বিজিবি হিলি চেকপোষ্ট কোম্পানী কমান্ডার আবু নাছের জানান, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে সৌহাদ্য, ভাব সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে দ’ুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরের মধ্যে মিষ্টিসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪