দিনাজপুর বার্তা২৪.কম :-বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, নাট্যচর্চার মাধ্যমে সারাবিশ্বে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নাটকের মাধ্যমে আমাদের প্রজন্মকে জানাতে হবে।
“জঙ্গী-অবক্ষয়-দূর্নীতি মানবে না এ সংস্কৃতি”- এই শ্লোগানকে সামনে রেখে ১৯ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর আয়োজনে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ৬৪ জেলায় জাতীয় নাট্যোৎসবের আওতায় ৫দিনব্যাপী দিনাজপুর জেলা নাট্যোৎসবের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর জেলা নাট্যোৎসব বাস্তবায়ন কমিটি আহবায়ক রেজাউর রহমান রেজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান তারেক। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুন উর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা নাট্যোৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শামীম রাজা। ৫দিনব্যাপী দিনাজপুর নাট্যোৎসবে ১৯ ফেব্রæয়ারী নবরূপীর নাটক ইত্যাদি ধরনের প্রভৃতি, ২০ ফেব্রুয়ারি প্রগতি সংঘ পার্বতীপুর উপজেলার আকশ্মিক ছন্দ পতন, আমাদের থিয়েটার দিনাজপুর এর বর্ণচোরা, পার্বতী থিয়েটারের মুজিব মানে মুক্তি ও দিনাজপুর নাট্য সমিতির নাটক কনক সরোজিনী নাটক শিল্পকলা একাডেমি মঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে। সভার শুরুতে প্রধান অতিথি ইকবালুর রহিম এমপি ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম কেক কেটে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতি শিখরে” শীর্ষক বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।
উল্লেখ্য ১২ফেব্রুয়ারি ৬৪ জেলার জাতীয় নাট্য উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য ২৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলায় শিল্পকলা একাডেমী মঞ্চে দিনাজপুরের ভৈরবী নাট্য গোষ্ঠী দল দানেশ উপ্যাখান নাটকটি মঞ্চস্থ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪