দিনাজপুর প্রতিনিধিঃ
২৪ ফেব্রুয়ারী ২০২০ ইং রোজ সোমবার মুজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার ফাসিলাডাঙ্গা কলেজের আয়োজনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও বনভোজন ২০২০ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের পূর্বে দুর্নীতি দমন কমিশনে উদ্যোগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা- ২০২০ (বিষয়ঃ মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে) অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল প্রথম স্থান অধিকার করেন।
বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পরিচালোনা করা হয়। উক্ত কার্যক্রম গুলো হলো, মেয়েদের খেলাঃ১.মার্বেল চামুচ দৌড়। এতে ১ম স্থান অধিকার করেন সানজিদা, ২য় স্থান অধিকার করেন আফরিন আক্তার মিতু, ২. বালিশ চালনা। এতে ১ম স্থান অধিকার করেন জেনসি আক্তার বৃষ্টি, ২য় স্থান অধিকার করেন আয়শা। ৩. সুই সুতা দৌড়। এতে ১ম স্থান অধিকার করেন আফরিন আক্তার মিতু, ২য় স্থান অধিকার করেন হাবিবা। ৪. বেলুন ফোলানো। এতে ১ম স্থান অধিকার করেন নূরে জান্নাতুন হ্যাপি, ২য় স্থান অধিকার করেন জেসমিন আক্তার। ৫. যেমন খুশি তেমন সাজো। এতে ১ম স্থান অধিকার করেন নূরে জান্নাত হ্যাপি(মুক্তি যোদ্ধার মা), ২য় স্থান অধিকার করেন নূর জাহান (বাংলার বধু)।
ছেলেদের জন্য খেলাঃ১. ২০০ মি. দৌড়। এতে ১ম স্থান অধিকার করেন সোহেল, ২য় স্থান অধিকার করেন ফয়সাল হোসেন। ২. বস্তা দৌড়। এতে ১ম স্থান অধিকার করেন তাজমূল, ২য় স্থান অধিকার করেন মুর সালিন।৩. দীর্ঘ লম্ব। এতে ১ম স্থান অধিকার করেন তাজমুল, ২য় স্থান অধিকার করেন সোহেল। ৪. পুকুরে হাঁস ধরা। এতে ১ম স্থান অধিকার করেন মঞ্জুরুল ইসলাম, ২য় স্থান অধিকার করেন রাকিব হাসান।
উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য খেলাঃ
১. ফাঁকা মাঠে গোল। এতে ১ম স্থান অধিকার করেন ফারহা দিবা ইয়াসমিন(সহকারী অধ্যাপক,ফাসিলাডাঙ্গা কলেজে, সদর, দিনাজপুর),২য় স্থান অধিকার করেন মোছাঃ নূর জাহান বেগম (সহকারী অধ্যাপক,ফাসিলাডাঙ্গা কলেজে, সদর, দিনাজপুর)। ২.পিয়ন/ কর্মচারীদের জন্য দড়ি টানা। এতে ১ম স্থান অধিকার করেন জাকির,আলতাব, আব্দুল্লা,মিজান। ৩. শিক্ষক/ অতিথিদের জন্য হাড়ি ভাঙ্গা। এতে ১ম স্থান অধিকার করেন আনোয়ারুল ইসলাম,প্রথান শিক্ষক পরজপূর, ফাসিলাডাঙ্গা স্কুল, সদর, দিনাজপুর।
উক্ত অনুষ্ঠানে মোঃ জহুরুল ইসলাম অধ্যক্ষ ফাসিলাডাঙ্গা কলেজে, সদর, দিনাজপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম সাবেক চেয়ারম্যান দিনাজপুর সদর উপজেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আকবর আলী, মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যান ৫ নং শশরা ইউনিয়ন পরিষদ সদর দিনাজপুর, মোঃ মাহমুদুল হক সাবু উপাধ্যক্ষ পাচবাড়ী মোখলেসুর রহমান মহাবিদ্যালয় সদর দিনাজপুর সহ গভর্নিং বডির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হাসান প্রভাশক ফাসিলাডাঙ্গা কলেজে সদর, দিনাজপুর, উম্মে হাবিবা, রানি ইসলাম।
সর্বশেষ মঞ্জুরা পারভীন সহকারী অধ্যাপক,ফাসিলাডাঙ্গা কলেজে, সদর, দিনাজপুর এর নেতৃত্বে সামাজিক বন্ধন বিষয় নিয়ে একটি নাটক উপস্থাপন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়ে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪