স্টাফ রিপোর্টার \
দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো দিনাজপুরের প্রথম ত্রৈ-মাসিক পত্রিকা ‘অচিহ্নিত’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
শনিবার বিকেলে ‘‘চিহ্নিত আলো অচিহ্নিত পথে’’-এ শ্লোগানকে ধারণ করে প্রকাশিত ‘অচিহ্নিত’ পত্রিকাটি সম্পূর্ণ প্রকাশিত হয়েছে স্কুল ও কলেজগামী কিছু শিক্ষার্থীদের টানা ছয় মাসের অক্লান্ত পরিশ্রমে। দিনাজপুর থেকে প্রকাশিত এই পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক শাহজাহান সাজু, সম্পাদক আবু ওয়াজেদ শাহ সৌমিক, সহযোগী সম্পাদক মাহমুদ গাওসুল আজম শান্ত, সহকারী সম্পাদক তাহফিুমুল তানভীর রাহিব, জনমত ও গবেষনা সম্পাদক মোঃ রোহান, সম্পাদনা সহযোগী আসমা উল হুসনা অনুরাগসহ আরো অনেকে।
সম্পাদক আবু ওয়াজেদ শাহ সৌমিক জামান, ‘সকলের শুভ চিন্তা-চেতনাগুলোকে কাগজের ভাষায় আত্মপ্রকাশের লক্ষ্যেই এই পত্রিকার প্রকাশ, ছাপানো পাতার যার পরিসর এই মাত্র কয়েকটা পৃষ্ঠায় সীমাবদ্ধ হলেও; বিকাশ, চর্চা এবং অংশগ্রহণের মাধ্যম হিসেবে সারাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গন্তব্য হবে অচিহ্নিত এমনটাই বিশ্বাস। মোড়কটি উন্মোচন করেন অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দিনাজপুর ডাঃ আশিাক আকবর তৃষা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, ছড়াকার ও গবেষক কো-অর্ডিনেটর বিরল সায়েন্স একাডেমী বিধান কুমার দত্ত প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪