প্রতিনিধি দিনাজপুর : “সিনেমাকে বাঁচাতে চাইলে সিনেমা হলে আসতে হবে“ শ্লোগান নিয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন ও সুধীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের এম.আব্দুর রহীম মিলনায়তনে র্যাব‘এর আয়োজনে এবং সরকারী অর্থায়নে নির্মিত চলচ্চিত্র অপারেশন সুন্দরবন সিনেমার লক্ষ, উদ্দ্যোশ ও বিষয়বস্তু তুলে সংবাদ সম্মেলন ও সুধীজন সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলন ও সুধীজন সমাবেশে উপস্থিত দিনাজপুরের সংবাদকর্মী, ছাত্র-শিক্ষক, লেখক ও সংস্কৃতিককর্মীদের মুখোমুখী হন টিম অপারেশন সুন্দরবন।
সংবাদ সম্মেলন ও সুধীজনদের সামনে ছবির লক্ষ,উদ্দ্যোশ ও বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন “অপারেশন সুন্দরবন“ চলচিত্রের পরিচালক দীপংকর দিপন। এ সময়় তিনি বলেন, “অপারেশন সুন্দরবন“ মূলত র্যাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে় নির্মিত হয়েছে । একজন মানুষ কিভাবে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ছবিটিতে সে বিষয়়গুলো তুলে ধরা হয়েছে। বিশ্ব হেরিটেজের অংশ সুন্দরবন কিভাবে মুক্ত হলো ,জীবনের ঝুঁকি নিয়ে র্যাব কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে সে বিষয়গুলি ছবিটিতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। নির্মিত ছবিটি গত ২০ সেপ্টেম্বর/২২ স্বগৌরবে সারাদেশব্যাপী মুক্তি পেয়েছে এবং সিনেমা হল গুলোতে প্রদর্শিত হচ্ছে। এসময় দেশের সুস্থ্যধারার চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে সবাইকে সম্মিলিতভাবে উদ্দ্যোগ নেয়ার আহবান জানান ছবির কলাকৌশলীরা। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছবিটির নায়িকা সামিনা বাসার ও নায়়ক জিয়াউল রোশান,দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ও সাধারন সম্পাদক সুব্্রত মজুমদার ডলার। সংবাদ সম্মেলন ও সুধী সমাবেশে এসময় আমন্ত্রিত স্থানীয় সুধীজন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপরে বিকাল ৫টায় দ্বিতীয় ইভেন্ট স্থানীয় গোর এ শহীদ বড় ময়াদানে সিনেমার প্রমোশন এবং ওপেন কনর্সাট,রাত্রী ৮টায় মর্ডান সিনেমা হলে অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের বিশেষ প্রদর্শন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪