দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিশিষ্ট কবি-সাহিত্যিক ও “প্রণয় পালকি” এবং “কিছুক্ষন অন্তরাল অতঃপর” কাব্যগ্রন্থের লেখক কবি আব্দুল হাই (যিনি এক সময় সরকারি চাকুরিতে কর্মরত থাকা অবস্থায় ছদ্য নাম গালিব নামে) কে দিনাজপুর লেখক পরিষদ “রংধনু-২” কাব্যগ্রন্থ প্রকাশনা উৎসব ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য সাহিত্য সম্মাননা-২০২৩ প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করেন দিনাজপুর লেখক পরিষদের সভাপতি এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর লেখক পরিষদের সাধারন সম্পাদক শাহ আলম শাহী।
কবি আব্দুল হাই বোচাগঞ্জ ৪নং আটগাঁও ইউনিয়নে মালগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হিসাবরক্ষন অফিসে অডিটর পদ হতে অবসর গ্রহণ করেন। কবি পতœী রওশন আরা বেগম একমাত্র কন্যা ফারজানা বিনতে হাই হেলেন ও পুত্র রাসেল মাহমুদ ও রুবেল মাহমুদকে রেখে ইন্তেকাল করেন। মানুষের প্রতি অনুরাগ ও আসক্তি এবং দেশ ও প্রকৃতির জন্য ভালোবাসা এবং ভাবনার শৈল্পিক প্রত্যয়ে কবি আব্দুল হাই এর কবিতা চর্চার মুখ্য প্রয়াস।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪