দিনাজপুর বার্তা২৪.কম :-
শ্রাবন মাসের শেষে, দিনাজপুরে স্বরন কালের বন্যা বলে অনেকে মন্তব্য করেছেন। দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নে অবস্থিত আত্রাই নদী বিপদ সীমার ৪৭ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সূত্র জানায়। ইউনিয়নের ৯ টি গ্রাম প্লাবিত হয়েছে। সব চেয়ে ক্ষতি গ্রস্থ এলাকা আত্রাই নদীর কোন ঘেষা মাঝি পাড়া ৩, ২, ১, সুন্দরবনে ওয়ার্ড গুলো অধিকাংশ বাড়িতে হাটু পর্যন্ত পানি মাটির কাঁচাঘর পড়ে গিয়েছে। খোসালপুর বানডাঙ্গা গ্রাম,উচ্চ ভিটা,ধুপি তলা,পাকর পাড়া,কামার পাড়া,তেলী পাড়া, কালিকাপুর। সূত্র জানায়,কোন কোন এলাকায় ৫ ফুট পর্যন্ত পানি বাড়িতে উঠেছে। এলাকার লোকজন সব স্কুল গুলোতে আশ্রয় নিয়েছে। তদমধ্যে সুন্দরবন সরকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,সুন্দরবন ব্যাংকালী স্কুল,খোশালপুর, কালিকাপুর, ফুলবন মাদরাসা, আনোয়ার শাহের মসজিদে রাস্তায় গরু, ছাগল সহ আশ্রয় নিতে দেখা গেছে। অপর দিকে গাবুড়ার বাঁধ ভেঙ্গে তুলা ফার্মের কাছে ৩টি বিদ্যুৎ পিলার পানিতে পড়ে যায়। একদিকে দিকে পানি বন্দি অপর দিকে বিদ্যুৎহীন অবস্থা। গাবুড়ার পানি দিনাজপুর শহরের বিভিন্ন এলাকা প্লাবিত করে। গ্রামে শত শত পুকুরের মাছ বানের পানিতে ভেসে নিয়ে যায়। অনাহারী মানুষেরা একমুঠো খাবারের জন্য এদিক সেদিক ছুটাছুটি করছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ক্ষুধাত্ব অবস্থায় রয়েছে। দুর্যোগ ও ত্রান বিভাগ থেকে বন্যাত্বদের সহায়তা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪