স্টাফ রিপোর্টার ।। অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ২০২০ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাত কালে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দিনাজপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা কামাল (মুক্তিবাবু) ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মহিবুলের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন মহল্লা কমিটির নেতৃবৃন্দ।
অমর একুশের শ্রদ্ধাঞ্জলি ও প্রভাতফেরীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শহর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব আবুল কালাম বাবুল, ২নং ওয়ার্ডের পূর্ব চাউলিয়াপট্টি মহিলা কমিটির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান মনা, পশ্চিম মহল্লা কমিটির সভাপতি মো. ওসমান শরীফ ও সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, ঘাসিপাড়া মহল্লা কমিটির সভাপতি শাহ মো. জুবের আলম (মিলন) ও সাধারণ সম্পাদক মো. সামসুজ্জামান, পাক পাহাড়পুর মহল্লা কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান ফন্তে ও সাধারণ সম্পাদক সন্দীপ কুন্ডু সহ ওয়ার্ডের বিভিন্ন মহল্লা কমিটির নেতৃবৃন্দ।
এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে (রাত ১২.০১ মিনিট) শহরের চাউলিয়াপট্টিস্হ শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দিনাজপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা কামাল (মুক্তিবাবু) ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মহিবুলের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন মহল্লা কমিটির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪