দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের রাজবাড়ী কাটাপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক মানষিক প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগে মনোরঞ্জন রায় বল্টু (২৬) নামে একজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাসহ তার ডিএনএ সংগ্রহ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ বজলুর রশিদ। আজ বুধবার সকালে ফরেনসিক টেষ্ট শেষে বিকেলে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
কতোয়ালী থানা তদন্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, রাজবাড়ী খামারকাচাই মহল্লার জনৈক পরিহন শ্রমিকের স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী মেয়ে (২০) সুযোগ পেয়ে গত ২৮ এপ্রিল সন্ধ্যায় ধর্ষন করে একই এলাকার ভুইপাড়া মহল্লার বাসিন্দা সুবির চন্দ্র রায়ের ছেলে মনোরঞ্জন রায় বল্টু।
ধর্ষিতা মেয়েকে প্রথমে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর কোতয়ালী থানায় মামলা করেন মেয়েটির পিতা। আজ বুধবার উভয়ের ডিএনএ ফরেনসিক বিভাগে সংগ্রহ শেষে অভিযুক্তকে আদালতে প্রেরন করা হছেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪