স্টাফ রিপোর্টার ॥ করোনাকালীন এই দুর্যোগের এর সময়েও মানব কল্যাণে থেমে নেই "সন্ধানী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট। গতকাল সোমবার শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতিতে সেই এলাকার বয়স্ক বিধবাদের মাঝে ত্রাণ ও ঈদ উপহার বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন সন্ধানীর উপদেষ্টা জেরাক ইউনুছ এবং কেন্দ্রীয় প্রতিনিধি আবু সাইদ প্রান্ত ও সভাপতি নীরাজ গুপ্ত, সাধারণ সম্পাদক সামিউল হক রিমেল এবং অন্যান্য সদস্যবৃন্দ।
উপদেষ্টা জেরাক ইউনুছ বলেন, "করোনার এই সময়েও সন্ধানী ত্রাণ দানের মাধ্যমে তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং বয়স্কদের সচেতন হতে হবে আরো এবং মাস্ক পবিধান নিশ্চিত করতে হবে" কেন্দ্রীয় প্রতিনিধি আবু সাইদ প্রান্তÍ বলেন "সন্ধানী সবসময় মানবকল্যাণে কাজ করে আসছে এবং যত দূর্যোগপুর্ন সময়ই হোক তার ব্যাতিক্রম হবেনা কখনোই" সভাপতি এবং সাধারণ সম্পাদক ও তাদের মুল্যবান বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪