স্টাফ রিপোর্টার ॥ গতকাল ৩ মে, সোমবার ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষ্যে দিনাজপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশে সংবাদ পরিবেশনে যে স্বাধীনতা রয়েছে তা আরও বৃদ্ধি করতে হবে। উন্নত দেশগুলোতে সংবাদপত্র যেভাবে স্বাধীনতা ভোগ করে আমাদের দেশেও তা কার্যকর করতে হবে।
বিশ্ব গণমাধ্যম দিবসে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এক বিবৃতিতে জানান, গণমাধ্যমের অপরিসীম শক্তি যার মুখে ভাষা নেই, তাকে ভাষা দিতে পারে। যে স্বপ্ন দেখতে ভুলে গেছে, তাকে স্বপ্ন দেখাতে পারে। যার কাছে ক্ষমতা নেই, তাকে ক্ষমতাবান করতে পারে। তাই সংবাদ মাধ্যমকে অবাধ ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনে সুযোগ সৃষ্টি করা সরকারের দায়িত্ব। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় অহেতুক যেন সাংবাদিকদের হয়রানী করা না হয়, সে বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলকে দায়িত্বশীল হতে হবে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, মুক্ত গণমাধ্যম দেশের গণতন্ত্র রক্ষায় যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তেমনি সার্বিক কর্মকান্ড পর্যালোচনা করে উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪