স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গায় ঈদুল ফিতর উপলক্ষে গরিব-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, শাড়ী ও নগদ অর্থ বিতরণ করেছেন চট্টগ্রামের বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী ঘুঘুডাঙ্গা গ্রামের বাসিন্দা আলহাজ¦ মোঃ আহসান হাবিব।
শনিবার (৮ মে) সকাল ১১টায় ঘুঘুডাঙ্গা গ্রামের নিজ বাড়ীতে আলহাজ¦ মোঃ আহসান হাবিব গরিবÑঅসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী, শাড়ী ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, যার যার সামর্থ অনুযায়ী গরিব-অসহায় মানুষের পাশে এগিয়ে আসলে এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। তাই সমাজের বিত্তবান মানুষকে গরিব-অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
অনুষ্ঠানে ঘুঘুডাঙ্গা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলহাজ¦ ফারুক উদ্দীন আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মাওলানা মোঃ আলী নুর হক, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মোঃ আব্দুল হালিম, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইরফানুল ইসলাম মোল্লা, মোঃ মকসেদুল ইসলাম মোল্লা, আলহাজ¦ মোঃ আহসান হাবিবের ছোট ভাই মোঃ আমজাদ হোসেন, জামাতা মোঃ শাখাওয়াত হোসেনসহ ঘুঘুডাঙ্গা গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁর পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী আলহাজ¦ মোঃ আহসান হাবিবের পিতা-মাতাসহ ঘুঘুডাঙ্গা গ্রামের সকল মানুষের মৃত পিতা-মাতা ও তাদের আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।
উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘুঘুডাঙ্গা গ্রামের গরিব-অসহায় দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুর মাঝে খাদ্য সামগ্রী, শাড়ী ও নগদ বিতরণ করেন বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী আলহাজ¦ মোঃ আহসান হাবিব।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪