দিনাজপুরের ডাকাতি মামলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে সুজন মিয়া (২৫) নামে এক ডাকাতকে আটক করেছে।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে অভিযান চালিয়ে গত শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।
আটক সুজন মিয়া একই উপজেলার বাসিন্দা।
৮ মে শনিবার দুপুরে র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ এপ্রিল জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে রাস্তার উপর গাছে গুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এসময় থানা পুলিশ এক ডাকাতকে আটক করে।
এই ঘটনায় হাকিমপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে র্যাব পুলিশেল পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। গত শুক্রবার বিকেলে সুজনকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার থেকে আটক করতে সক্ষম হয়।
৮ মে শনিবার দুপুরে আটক সুজনকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪