স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে দুঃস্থ ও হতদরিদ্রের মধ্যে জরুরী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ঔষধ, নানা ধরনের ভিটামিন এবং শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণসহ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
৮ মে শনিবার হাসনা হেনা দুঃস্থ মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি, জনসংখ্যা চিকিৎসা সেবা বিষয়ক সচেতনতা মুলক কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক নজমুল হুদা, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ আব্দুল কাদের। অনুষ্ঠানে হাসনা হেনা দুঃস্থ মহিলা উন্নয়ন সংস্থার বাহাদুর বাজারস্থ প্রধান কার্যালয় সংস্থার সাধারণ সম্পাদিকা নাজমা বেগমের সঞ্চালনে সভাপতিত্ব করেন, হাসনা হেনা দুঃস্থ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সেহেলী আকতার ছবি। ডা. মোঃ আব্দুল কাদের মহিলা ও শিশুদের মধ্যে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা ছাড়াও কোভিট-১৯ প্রতিরোধে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, সিভিট, বি-কমপ্লেক্রসহ নানা ধরনের ভিটামিন দেয়া হয়। শিশুদের মধ্যে কমলা, ডিম, কলা, বিস্কিটসহ নানা ধরনের পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি নজমুল হুদা বলেন, কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউ অতিক্রম করছে। আসছে তৃতীয় ঢেউ। মাস্ক ব্যবহার অতি জরুরী। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। সর্তক থেকে সামাজিক দূরুত্ব বজায় না রাখলে পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ আশংঙ্খার ইঙ্গিত দেন তিনি। আনান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন রেহেনা বেগম, নুরজাহান বেগম, রুমা খাতুন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪