স্টাফ রিপোর্টার ॥ জিন হেনরী ডুনান্টের জন্ম জয়ন্তী ও 'বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০২১' উপলক্ষে' কোভিড-১৯' এর সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করে দিনাজপুর সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট।
৮ মে শনিবার সকালে দিনাজপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় স্বাস্থ্য বিধি মেনে এই ত্রান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক দিনাজপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুস সালাম আজাদ।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াল থাবায় জনজীবন প্রায় বিপন্ন। সমগ্র বিশ্বে এক যেনো অন্যরকম স্থবিরতা। ভাইরাসটি মহামারী ধারন করার পর গোটা বিশ্বে লকডাউন অবস্থা। বাংলাদেশও এর বাইরে নয়। দিনে এনে দিনে খাওয়া মানুষগুলোর স্বাভাবিক উপার্জন না থাকার কারনে খাদ্যাভাবে পরিবারগুলো খুব সংকটে জীবনযাপন করছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ৬৪ জেলাতেই খাদ্য সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছে পর্যায়ক্রমে।
এই দুস্থ ও অসহায় পরিবারগুলোর কথা ভেবে যুব রেড ক্রিসেন্ট দিনাজপুর সরকারি কলেজ এই মহৎ দিনে ২২০ টি পরিবারের জন্য কলেজের রেড ক্রিসেন্ট তহবিল হতে ত্রান সামগ্রী ও হাইজিন কিটস বিতরণের সিদ্ধান্ত নেয়।
যুব রেড ক্রিসেন্ট দিনাজপুর সরকারি কলেজের জরুরী ত্রাণ সহায়তার আওতায় ২২০টি পরিবারের মাঝে হাইজিন কিটস ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে কলেজের মাষ্টার রোলের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী ও জরিপকৃত অসহায় ও দুস্থ পরিবার। এসময় প্রত্যেককে ফুড প্যাকেজ (৫ কেজি চাল, আধা কেজি মুশুর ডাল, আধা কেজি বুটের ডাল, ১/২ লিটার তেল, ১/২ কেজি চিনি, ১/২ কেজি লবন, ১ কেজি আটা, ২ কেজি আলু, সেমাই , দুধ পাওডার, কিসমিস, গরম মসলা) ইত্যাদি এবং হাইজিন কিটস (হেক্সিসল ১টি, স্যাভলন ১টি, গায়ে মাখা সাবান ১টি, মাস্ক ৫টি, লিফলেট ১টি) দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক দাইমুল ইসলাম, দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বজলুল হক, ইউনিট লেভেল কর্মকর্তা মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন ও যুব প্রধান কিবরিয়া জাহিদ। ত্রাণ বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন কলেজ ইউনিটের ভারপ্রাপ্ত অধ্যাপক শেখ মাহতাবুল হক (মুকুট স্যার)।
উক্ত কার্যক্রমটি কলেজে শাখার দলনেতা বিশাল কুমার গুপ্ত’র নেতৃত্বে উক্ত শাখার সেচ্ছাসেবকসহ জেলা ইউনিট ও হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবকদের সহযোগিতায় সম্পাদিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪