স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে আসন্ন ঈক্ষুল ফিতর উপলক্ষে পৌরসভার ২নংওয়ার্ডের কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু ব্যক্তিগত তহবিল থেকে ৩০০ গরিব-অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
সোমবার (১০ মে) বেলা সাড়ে ১২টায় শহরের কাঞ্চন কলোনী ক্লাব প্রাঙ্গণে গরিব-অসহায় পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন। গত ৯ মে চাউলিয়াপট্টিস্থ দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে ৩৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণের সময় ২নং ওয়ার্ডের কাঞ্চন কলোনী এলাকার বাসিন্দা মোঃ টেনিয়া বাবু, মোঃ সুলতান, মোঃ মকবুল হোসেন, মোঃ শাহজাহান আলী, মোঃ সেলিম, মোঃ জাহিদ আলী, মোঃ আবু হেনা আজাদ বাবুসহ ২নং ওযার্ডের কাঞ্চন কলোনী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩০০টি খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি আলু, আধা কেজি লবন, আধা লিটার সরিষার তেল, আধা কেজি লাচ্চা সেমাই, আধা কেজি চিনি ও একটি স্যান্ডলিনা সাবান।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪