স্টাফ রিপোর্টার ॥ সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন "সেন্ট ফিলিপস্ এলামনাই ফোরাম" এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২ মে মঙ্গলবার প্রতিষ্ঠানের বাস্কেট বল গ্রাউন্ড প্রাঙ্গনে প্রতিবছরের ন্যায় এবারেও ১৬০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে "ঈদ উপহার" হিসেবে ঈদের বাজার প্রদান করা দিয়েছে।
অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে "ঈদ উপহার" প্রদান কাজে আনুষ্ঠানিক উদ্বোধন করেনসেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ব্রাদার জেমস্ সঞ্জীব সরকার সিএসসি, সহকারি প্রধান শিক্ষক জনী গ্রেগরী সিএসসি, সহকারি শিক্ষক মোঃ আনসারুল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং সেন্ট ফিলিপস্ এলামনাই ফোরাম এর সদস্য-সদস্যাবৃন্দ।
সেন্ট ফিলিপস্ এলামনাই ফোরাম এর আয়োজনে প্রদানকৃত ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে রয়েছে চিনিগুড়া চাল ১ কেজি, লাচ্ছাসেমাই ১/২ কেজি, চিনি ১ কেজি, বুটের ডাল ১/২ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, দুধ ১/২ কেজি, সাবান ১টি ও এক হালি ডিম।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪