স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে মা সমাবেশ ও অসহায়, দুঃস্থ-দরিদ্র মায়েদের মাঝে ঔষধ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়েছে। ২৪ মে সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অর্থায়নে ও দিনাজপুর পাহাড়পুরস্থ মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে বিতরন করেন দিনাজপুর পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক এ,টি,এম নজমুল হূদা। সভাপতিত্ব করেন মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক আলেয়া বেগম। উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবার পরিকল্পনার পরিসংখ্যান ডিপের আবু বকর সিদ্দিক, হাসনা হেনা দুঃস্থ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সেহেলী আক্তার ছবি, মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ শামীমা আক্তার, সদস্য মিপুনুল ইসলামসহ ফেরদৌসী বেগম, মনিসা মহসিন, রায়হানুল ইসলাম, গোল্ডেন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, করোনা যে কোন দুর্যোগময় মুহুর্তে অসহায় ও দরিদ্রদের পাশে মেঘলা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে। আর ভবিষ্যতেও থাকবে। করোনা এই মুহুর্তে নিজের স্বাস্থ্যের প্রতি সকলকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তাহলে করোনা ভাইরাস আমাদেরকে ছুতে পারবে না।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪