স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর থেকে জবাই করা এক অজ্ঞাত বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৫ মে মঙ্গলবার বিকেলে বর্গাচাষী জামালের কলা বাগান থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে রাস্তার পাশে থাকা জামালের কলা বাগানে এক ভ্যান চালক প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কলাপাতা দিয়ে ঢাকানো মরদেহটি দেখতে পায়। এসময় থানায় খবর দিলে পুলিশ বৃদ্ধের জবাই করা লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ এম আব্দুর রহিম মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪