স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরের শেখপুরায় বৃদ্ধকে জবাই করে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ মে বুধবার ভোরে কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে ২৫ মে মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার মাতাসাগর এলাকায় একটি কলাবাগানে ইজিবাইক চালক নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ট এলাকার বাসিন্দা সাবু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
আটক ২ আসামী হলো-শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ট এলাকার মৃত সালাহউদ্দিনের ছেলে সোনা বাবু (২২) ও একই এলাকার মৃত আনসার আলীর ছেলে সোহাগ ইসলাম (২৩)।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, গত সোমবার সন্ধ্যায় ভাড়া চালিত ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হয় সাবু মিয়া। এর পরই থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় মাতাসাগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে তার স্ত্রী কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২৬ মে বুধবার ভোরে অভিযান চালিয়ে সোনা বাবু ও সোহাগ ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে সাবু মিয়াকে হত্যা করেছে বলে স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে নিহতের মোবাইল ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
তাদের ২৬ মে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪