স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ অনলাইনে ক্লাস নেওয়ার পর এবার পরীক্ষা নেওয়ার বিষয়ে ভাবছে। সেই ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) প্রশাসন শিক্ষার্থীদের শিক্ষাজীবন গতিশীল রাখার পেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়ার বিষয়ে সার্বিক দিক পর্যবেক্ষণ করছেন।
এ বিষয়ে আজ সোমবার মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বলেন, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ইউজিসির সাত সদস্যের একটি কমিটি কিভাবে পরীক্ষা নেয়া যায় সেবিষয়ে নীতিমালা তৈরি করতেছে। আমরা ইউজিসির নীতিমাল পেলেই অতি দ্রুত সময়ের মাঝেই পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার ( রুটিন দায়িত্ব ) বলেন, সোমবার আমরা পৃথক দুইটি সভা করবো। প্রথমটি বিশ্ববিদ্যালয়ের সকল হল সুপার, রেজিস্ট্রার, চিকিৎসক, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের সাথে। পাশাপাশি দ্বিতীয় সভাটিতে সকল অনুষদের ডিনবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া উক্ত সভার আগে ইউজিসি কি সিদ্ধান্ত দেয় তা জেনে নিয়ে সে অনুযায়ী সভা করবো। যেহেতু স্বশরীরে পরীক্ষা নেয়ার ব্যাপারে ইতিবাচক সারা পাওয়া গেছে। সেহেতু আমরা সেদিকে লক্ষ্য রেখে সামনের দিকে অগ্রসর হবো ।
স্ব-স্ব বিশ্ববিদ্যালয় চাইলে সশরীরে পরীক্ষা নিতে পারবেন এমনটা জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি তথ্য মতে, পাবলিক বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক কাউন্সিল রয়েছে সেখানে শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত।
সাধারণ শিক্ষার্থীরা বর্তমান পরিস্থিতি ও দেশের সার্বিক ইন্টারনেট জনিত সমস্যার কথা বিবেচনা করেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪