স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের সদর উপজেলার মিস্ত্রিপাড়ায় পুকুর পাড়ে খেজুর কুড়াতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ জুন সোমবার সন্ধ্যায় পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। মৃত শিশুর নাম সুবর্ণা (১০)। সে খোমমাধপুর মিস্ত্রিপাড়া গ্রামের দিনমজুর সাইফুল ইসলামের কন্যা। সে ঈদগাহ বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী জানায়, সুবর্ণা বিকেলে ঝড় বৃষ্টির সময় বাড়ি অদূরে পুকুর পাড়ে খেজুর গাছের নিচে ঝড়ে পড়া খেজুর কুড়াতে যায়। এরপর সে বাসায় ফিরেনি। সন্ধ্যায় তাকে খুঁজে না পেয়ে তার মা কান্নাকাটি শুরু করলে এলাকার লোকজন জানায় তাকে পুকুর পাড়ে খেজুর কুড়াতে দেখেছে। এ সময় প্রতিবেশীরা পুকুরে নেমে খোঁজখুঁজি শুরু করে। একপর্যায়ে লিটন হোসেন আকাশ নামে এক প্রতিবেশী পানির নিচ তার মৃতদেহ খুজে পায়।
এলাকাবাসীর ধারণা, সে পা ফসকে পুকুরে পড়ে যায় অথবা পুকুরে পড়া খেজুর কুড়াতে গিয়ে পুকুরের পানিতে নেমে ডুবে যায়। দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল পানিতে ডুবে শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪