স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২১-২০২২ ও ২০২২-২০২৩) সালের নির্বাচনে শামীম চৌধুরী পরিষদের প্রধান রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু, আড়ৎদার মালিক গ্রুপের কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেনসহ সকল নির্বাচিত পরিচালকদের খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপ এর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক অভিনন্দন বার্তায় দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রনজিৎ বসাক বলেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২১-২০২২ ও ২০২২-২০২৩) সালের নির্বাচনে শামীম চৌধুরী পরিষদের প্রধান রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু, আড়ৎদার মালিক গ্রুপের কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেনসহ সকল নির্বাচিত পরিচালকদের খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপ এর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, দিনাজপুরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচিত সদস্যরা জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১২ জুন শনিবার অনুষ্ঠিত দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে ১৮টি পদের মধ্যে রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম পরিষদ ১৫টি পদে ও রফিকুল ইসলাম পরিষদ ৩টি পদে বিজয় লাভ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪