স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও দিনাজপুর থেকে প্রকাশিত “দৈনিক তিস্তা” পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আলহাজ¦ মিজানুর রহমান লুলু মৃত্যুবরণ করেছেন।
১৩ জুন রোববার ভোর আনুমানিক ৪ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম মিজানুর রহমান লুলু’র মৃত্যুতে ৫টি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ জোহর মরহুমের শহরের বাসা বালুবাড়ীস্থ শহীদ মিনার সংলগ্ন শাহী জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ, বিকেল ৩টায় তাঁর প্রিয় সংগঠন নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গনে তৃতীয় জানাজা, বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে চতুর্থ জানাজা ও বাদ আসর তাঁর গ্রামের বাড়ী সদর উপজেলার পাঁচবাড়ীতে পঞ্চম জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে তাঁর বাবা মা’র কবরের পাশে দাফন করা হয়।
নিমতলা প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন সিনিয়র সাংবাদিক দৈনিক নয়াগিগন্ত’র দিনাজপুর সংবাদদাতা অধ্যাপক সাদাকাত আলী খান। এই নানাজার নামাজে দিনাজপুরের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র জেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মোঃ সোহেল মিয়া, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল হুদান দুলাল, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, কালিতলা প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নবনির্বাচিত সদস্য মোঃ মোছাদ্দেক হুসেন, মোঃ আকরুজ্জামান জুয়েল, মানবেন্দ্র দাস মনোজ, তাঁর দীর্ঘদিনের সহকর্মী দিনাজপুরে কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিযিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে মরহুমের লাশ নিমতলা প্রেসক্লাবে আনা হলে দিনাজপুর প্রেসক্লাবের পক্ষে সহ-সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষে সভাপতি আলহাজ¦ ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, কালিতলা প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি রাশেদ পারভেজ মরহুমের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান।
মরহুম মিজানুর রহমান লুলু’র মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল হুদান দুলাল, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেনসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুম মিজানুর রহমান লুলু সাংবাদিকতার পাশাপাশি ছিলেন একজন আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সদস্য। এছাড়া তিনি দিনাজপুর ইনস্টিটিউট, নাট্য সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪