স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণায় ২১ জুন পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।
১৪ জুন সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বীর মুক্তিযোদ্ধা ডা. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রোববার (১৩ জুন) থেকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সশরীরে পরীক্ষা নেয়া শুরু করে। কিন্তু সদর উপজেলায় লকডাউন ঘোষণায় জেলা প্রশাসন সবধরনের পরীক্ষা নিতে নিষেধ করেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবহারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ফলে ১৫-২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ থাকবে। ২২ জুন থেকে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪