স্টাফ রিপোর্টার ॥ করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল এর উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার মতুর্জা আল-মুঈদ এর সাথে পৌর কাউন্সিলরদের মত বিনিময় অনুষ্ঠিত।
১৯ জুন শনিবার সকাল ১১টায় দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল এর উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার মতুর্জা আল-মুঈদ এর সাথে পৌর কাউন্সিলরদের মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ২নং প্যানেল মেয়র একেএম মাসুদুল ইসলাম, ৩নং প্যানেল মেয়র মোছাঃ শাহিন সুলতানা বিউটি, পৌর কাউন্সিলর মোছাঃ হাসিনা বেগম, মাকসুদা পারভীন মিনা, মোছাঃ মাজতুরা বেগম, জুলফিকার আলী স্বপন, কাজী আশরাফ উজ্জামান বাবু, মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল হানিফ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রেহাতুল ইসলাম, মোঃ মতিবুর রহমান বিপ্লব, মোঃ আল মামুন রশিদ, মোঃ সানোয়ার হোসেন সরকার, মুরাদ আহম্মেদ এবং পৌরসভার সচিব মাহাবুবর রহমান।
মত বিনিময় সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মতুর্জা আল-মুঈদ বলেন, পৌর কাউন্সিলরবৃন্দ সহ করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে যারা কাজ করছেন সকলেই অত্যান্ত ধৈর্য্যের
ও সাহসের সাথে করোনাভাইরাস জনিত উদ্ভুত কঠিন পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন। আপনাদের সহযোগিতা আরো বৃদ্ধি করে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ এলাকার জনগণকে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীতেই অবস্থান করার জন্য উদ্ভুদ্ধ করে করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।
উল্লেখ্য দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল এর আহবানে পৌরসভার ১৬ জন কাউন্সিলরই করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্তিত ছিলেন। এর আগে পৌরসভার অন্যান্য সভা গুলোতে সকল কাউন্সিলরদের এরকম উপস্থিতি দেখা যায় নাই।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪