স্টাফ রিপোর্টার ॥ জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন দিনাজপুর ডায়বেটিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১১ জুন ২০২১ শুক্রবার হাসপাতালে ভর্তি হন তিনি।
জানা গেছে, ডায়াবেটিস রোগে আক্রান্ত রবীন্দ্র নাথ সরেন তাঁর পায়ের সমস্যা নিয়ে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়। সেই দিন সন্ধ্যায় তাঁর ডান পায়ের ৩টি আঙ্গুল কেটে ফেলতে হয়েছে। অবস্থা ভাল নয়। হয়তো ডান পায়ের হাঁটুর নীচ পর্যন্ত কাটতে হতে পারে।
নিজে সমাজে পিছিয়ে থাকা ক্ষুদ্র জনগোষ্ঠিভুক্ত হয়েও তাঁদের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামের আপোষহীন লড়াকু সংগঠকের নাম রবীন্দ্র নাথ সরেন। দেশ-বিদেশে মানবাধিকার কর্মী হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।
রবীন্দ্র নাথ সরেন এর ইচ্ছে, তাঁর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেয়া হউক। রোগ শয্যায় শুয়ে শক্ত মনোবলের মানুটি বর্তমানে মানসিকভাবে খুবই ভেঙ্গে পড়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
চিকিৎসকের মতামত, বিষয়টি খুবই মানবিক। যা করার তা শীঘ্রই করতে হবে। নইলে তাঁর অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪