স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)- দিনাজপুর শাখার আয়োজনে " সিকিউরিং একসেস টু এসআরএইচ ইনফরমেশন এন্ড সার্ভিসেস ডিউরিং কোভিড-১৯ " প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা।
২৩ জুন বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের ঘাসিপাড়াস্হ এফপিএবি এর অ্যাডভোকেট এম ফয়জুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমন্বয় সভায় এফপিএবি-দিনাজপুর শাখার সভাপতি প্রফেসর আ ন ম গোলাম রব্বানী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোরশেদ আলী খান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন এফপিএবি এর অবৈতনিক কোষাধক্ষ্য শাহ ইয়াজদান মার্শাল ও মেডিকেল অফিসার ডাঃ মোছা. মজিদা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন এফপিএবি-দিনাজপুর শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান।
ভয়াবহ কোভিড-১৯ প্রতিরোধ এর উপর প্রজেক্টরের মাধ্যমে বিশদভাবে আলোচনা করেন এফপিএবি-দিনাজপুর শাখার প্রোগ্রাম সমন্বয়কারী মো. শাহীনুর ইসলাম।
সমন্বয় সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল আলম, মমতা পল্লী উন্নয়ন সংস্থা'র নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী, আলোয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র এন্ড হসপিটাল এর ক্লিনিক ইনচার্জ মো. খাদেমুল ইসলাম ও মেরী স্টোপস এর ম্যানেজার সুদীপ্ত কুমার বসাক।
সভায় বক্তারা বলেন একমাত্র সচেতনতাই হচ্ছে ভয়াবহ কোভিড-১৯ এর প্রতিষেধক। অতএব, সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রথমে নিজেদের সচেতন হতে হবে, তারপর অপরকে সচেতন করতে হবে। সব সময় মাক্স পরিধান করতে হবে। সাবান দিয়ে নিয়মিত হাত ধৌত করতে হবে।
এছাড়াও এফপিএবি-দিনাজপুর শাখা হটলাইন সেবা ও এম্বুলেন্স সেবা দিয়ে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪