স্টাফ রিপোর্টার ॥ ২৬ জুন শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে বিবিডিএস ১নং চেহেলগাজী ইউনিয়নস্থ কার্যালয়ে বাংলাদেশ বেকার দূরীকরণ সংস্থা (বিবিডিএস) এর আয়োজনে এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় কোভিড-১৯ এ কর্মহীন অসহায়, দরিদ্র মানুষ, প্রবীন ও আদিবাসী নারী-পুরুষদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সমগ্রী বিতরণ করা হয়।
বিবিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ। বক্তারা বলেন, কোভিড-১৯ এর কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের মানুষরাও কর্মহীন হয়ে পড়েছে। খাদ্যের অভাবে মানুষজন দিশেহারা। এই সময় সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আমরা প্রবীন, আদিবাসী হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। এছাড়া স্বাস্থ্যসেবা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদেরকে মাস্ক, হ্যান স্যানিটাইজার, ঔষধ বিতরণ করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪