স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের বিরামপুরে ২ লাখ টাকার চাঁদার দাবী পরিশোধে ব্যর্থ হওয়ায় পুকুরের সাড়ে ৩ লাখ টাকার মাছ হরিলুট করে নিল সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হুমকি আইন আদালতের আশ্রয় নিলেই হত্যা কিংবা লাশগুম করবে তারা। জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বুলবুল আহমেদ ও তার পরিবারের সদস্যরা।
২৮ জুন সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ করেন করমজি গোপালপুর মতসজীবি সমবায় সমিতি লি: বিরামপুরের সভাপতি মো: বুলবুল আহম্মেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন,বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সরকারের ইঙ্গিতে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল মন্ডলের ছত্রছায়ায় লালিত সন্ত্রাসীদের দাবীকৃত ২ লাখ টাকা পরিশোধ করতে না পারায় ২৪/০৬/২১ তারিখে প্রকাশ্য দিবালোকে চাাঁদাবাজ,সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অধির চন্দ্র ঘোষ,সুদেব চন্দ্র ঘোষ,মো: চন্দন হোসেন,মো: মেহেদী হাসান,বুলবুল হোসেন,মোনোয়ার হোসেন ও সুজনসহ আরো ১০/১৫ জন সশস্ত্র সন্ত্রাসী পুকুরে চাষ করা ৩ লক্ষাধিক টাকার মাছ হরিলুট করে নিয়ে যায়। এসময় তারা হুমকি দিয়ে বলে, যদি মাছ লুটের ঘটনায় থানা কিংবা আদালতে মামলা করি তাহলে একাকী পেলে জানে মেরে ফেরবে এবং বিরামপুরে বসবাস করতে দেবে না। উল্লেখিত সন্ত্রাসীদের মধ্যে অধির কুমার ঘোষ ও সুদেব চন্দ্র ঘোষের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদক,সন্ত্রাস এবং চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন,এই পুকুরের লিজ সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সরকার গত ১৬/৩/২১ তারিখে আবারো পুনরায় নতুন লীজ বন্দোবস্তের প্রক্রিয়া শুরু করলে সংগঠনের সভাপতি হিসেবে অস্থায়ী নিষেধজ্ঞার জন্য আমি দিনাজপুর বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা করি,যার নং মিস আপিল ২৩/২০২১। এবিষয়ে আদালত বিবাদী/রেসপনডেন্টদ্বয়কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশ পাওয়ার পর ইউএনও ক্ষিপ্ত হয়ে উল্লেখিত সন্ত্রাসীদের দ্বারা হামলা ও লুটপাট ও হত্যার হুমকি দেওয়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরো বলেন, বিরামপুরের দেশমা মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ৫৩৫ নং দাগের ৪.৪৬ একর পুকুরটি গত ৩০/০৪/২০১৮ তারিখে তিন বছর মেয়াদে সর্বচ্চ দরদাতা হিসেবে লিজ নেয়া হয়,তবে পুকুরটি লীজ নেয়ার একবছর পর অর্থাত ২৬/০৭/২০১৯ তারিখে বুঝে দেয়া হয়। বর্তমানে প্রাপ্ত লীজের দ্বিতীয় বছর চলছে অথচ ই্উএনও এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল পরস্পর যোগসাজশের মাধ্যমে একবছর পূর্বেই আমাকে বিভিন্ন কায়দায় উচ্ছেদের অপচেষ্টা শুরু করেছে।
সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনিয়ম-দূর্নীতির সাথে জড়িত কর্মকর্তা ও নেতার শাস্তিসহ তার জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়েছেন বিরামপুর মতসজীবি সমবায় সমিতির সভাপতি মো: বুলবুল আহম্মেদ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪