স্টাফ রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনায় কর্মহীন মানুষের পাশে থাকতে হবে সকল বিত্তবান মানুষকে। যার যার অবস্থান থেকে সবাইকে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে। এটা নাম কামাইয়ের কোন বিষয় না। বরং মানুষের জন্য কাজ করার মাঝে আলাদা আনন্দ আছে। আমাদের সে আনন্দ পেতে শিখতে হবে। আমাদের সবার যদি এ বোধ ও উপলব্ধি জাগ্রত হয়, তবে সমাজটা সুন্দর ও বাসযোগ্য হবে।
২৮ জুন সোমবার বিকালে দিনাজপুর রেল স্টেশন চত্ত্বরে কর্মহীন মানুষের মাঝে শুকনো খাবার বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী সাইফুল ইসলাম এ্যাডভোকেট উপরোক্ত কথাগুলো বলেন। সাবেক যুবলীগ নেতা নাহিদ আলম রানার পরিচালনায় এতে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলমান করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে কষ্টপীড়িত মানুষ অনেক অনেক খুশী হয়েছে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪