স্টাফ রিপোর্টার ॥ জিয়া হার্ট ফাউন্ডেশনের পরিচালনায় কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এই উপলক্ষে ৫ জুলাই সোমবার জিয়া হার্ট ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে সরকারী স্বাস্থ্যবিধির সকল নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ারুল কবির, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু এবং নির্বাহী কমিটি অন্যান্য সদস্যদের মধ্যে আলহাজ্ব আফতাব উদ্দিন মন্ডল, সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম, নাজমা মসির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের পরিচালক(ভারপ্রাপ্ত) সুধা রঞ্জন রায়, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আইয়ুব আলী, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিষ্ট ডাঃ মোঃ মেসবাউল ইসলাম দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪