স্টাফ রিপোর্টার : দিনাজপুর কোর্টে কর্মরত দুই পুলিশ কনস্টেবল মোঃ আবু বক্কর সিদ্দিক ও মোঃ বেলাল হোসেন অবসরে যাওয়ায় কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামানের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা-সম্মাননা স্মারক প্রদান ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩১ জুলাই) কোর্ট পুলিশ পরিদর্শকের কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবসরে যাওয়া পুলিশ কনসস্টেবল মোঃ আবু বক্কর সিদ্দিক ও মোঃ বেলাল হোসেন যথাক্রমে একজন ৩৭ ও অপরজন ৩৫ বছর পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। এবিষয়ে পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান জানান, গত শনিবার (৩১ জুলাই) মোঃ আবু বক্কর সিদ্দিক ও মোঃ বেলাল হোসেন নামের দুইজন পুলিশ কনস্টেবল অবসরে যাবেন। তাদের অবসরকে স্মরণীয় করে রাখতে পুলিশ সুপার স্যারের নির্দেশে এই আনুষ্ঠানিকতার উদ্যোগ গ্রহণ করি। সাধারণত আমি যেখানেই কর্মরত থাকি, সেখানকার অধিনস্থ্যদের সাথে মনের অন্তরস্তর থেকে ভালোবাসা দিয়ে চলার চেষ্ঠা করি। আগামীতে সময়-সুযোগ পেলে আরো ভালো কিছু করার চেষ্ঠা করব ইনশাহআল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪