দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আর্ন্তজাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়েছে। উক্ত কর্মসূচির মধ্যে ছিল নারী দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন-ফেষ্টুন উড়িয়ে দিবসের সূচনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ৮মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন শেষে জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে সিডিএ, দিনাজপুর এলজিইডি, জাতীয় মহিলা সংস্থা, ঢাকা আহ্ছানিয়া মিশন কনসোর্টিয়াম দিনাজপুর আউটলেট, বিভিন্ন নারী উন্নয়ন সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত নারী সংগঠনসহ প্রায় ২০টি নারী সংগঠন অংশ গ্রহন করে। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.জাকিয়া তাবাসসুম জুই। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোমিনুল করিম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোর্শেদ আলী খান। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, সাবেক এমপি সুলতানা বুলবুল। মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার শারমিনাজ ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা ব্রাকের সমন্বয়ক অমল কুমার, সনাকের আব্দুল হান্নান, নারীদের মধ্যে বক্তব্য রাখেন সিডিএ’র কর্মসূচি কর্মকর্তা (মানবসম্পদ উন্নয়ন) হাজেরা হাসান, জান্নাতুস সাফা শাহীনুর, নূরছাবা হোসেন, আলেয়া বেগম স্বপ্না, সামসুন নাহার, অনামিকা, সম্পা দাস মৌ প্রমুখ। শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ^ব্যাপী নারীর সামাজিক মর্যাদা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার অর্জনের লক্ষে এই দিবস উদযাপন করা হয়। নারীদের অর্জন সমুহকে সম্মান জানানো এবং ন্যায্যতা, সমতা ও অধিকার প্রতিষ্টার ক্ষেত্রে দিবসটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। বর্তমানে এমন কোন কাজ বা কর্মক্ষেত্র নেই যেখানে নারীদের অবদান বা বিচরণ চোখে পড়ে না। আর্ন্তজাতিক নারী দিবসের “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যের প্রতি গুরত্ব আরোপের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে সকলকে হতে হবে আরো আন্তরিক ও তৎপর।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪