স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরের পুলহাট দামুদার মোড়ে গতকাল রানা রং ঘর এন্ড গ্লাস হাউস এর উদ্বোধন করেন প্রোপাইটর মোঃ মোকছেদুল রহমান।
এসময় তিনি উপস্থিত সকলের নিকট ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনায় দোআ চেয়ে বলেন আমার নতুন ক্রয় কৃত সম্পত্তিতে রানা রং ঘর এন্ড গ্লাস হাউস আধুনিকতার ছোয়া লাগিয়ে নতুন আঙ্গিকে জনগনের সেবায় নিবের্দিত প্রাণ হিসাবে কাজ করবে। সকলে আপনারা আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।
ব্যবসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনে মিলাত-মাহফিল ও দোয়া খায়ের করেন আলহাজ্ব মাওলানা আলী নুর ইসলাম। দোয়া খায়ের শেষে রোজাদার ব্যাক্তি-বর্গের সাথে ইফতার করেন প্রতিষ্ঠানের প্রোপাইটর মোঃ মোকছেদুল রহমান এসময় উপস্থিত ছিলেন পুলহাট দামুদার মোড়ের স্থানীয় ব্যবসায়ীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪