বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে চলমান মৃদু শৈত প্রবাহে বিপর্যস্থ শিশুসহ অসহায় ও দরিদ্র ৭০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বেলা ১২ টায় দিনাজপুর সেক্টর সদর দপ্তর ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকায় বসবাসরত ৩৫০ জন শীতার্ত ও ১৫০ জন অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল এবং শিশুদের জন্য ২০০টি মাফলার ও কানটুপি বিতরণ করা হয়।
রংপুর সদর দপ্তরের উত্তর পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরন করেন।
এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দূর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। গত কিছুদিন যাবত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে বিপর্যস্থ অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি।
শীতবস্ত্র বিতরণকালে বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক, বিজিবি'র অন্যান্য কর্মকর্তা, বিরল থানার ওসি শাহ গোলাম মাওলা, স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪