দিনাজপুর প্রতিনিধি॥ "বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জল ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর-২০২৪) সকাল ১০টায় আইডিইবি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর পলিটেকনিট ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।
র্যালির পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিট ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন আইডিইবি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার শাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল।
আলোচনা সভা সঞ্চালনা করেন দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সহকারি প্রকৌশলী মোঃ শাহানুর রশিদ।
র্যালী ও আলোচনা সভায় আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলি মোঃ মাসুদ রানা, পূণর্ভবা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, আইডিইবি'র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু,
অর্থ সম্পাদক প্রকৌশলী জিএন ভট্টাচার্য, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মােঃ সিদ্দিকুজ্জামান নয়ন, আইডিইবির প্রচার সম্পাদক প্রকৌশলি মোঃ হুমায়ূন কবির, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ সুমন, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোছাঃ সুফিয়া খাতুন, আমন্ত্রিত অতিথি শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম, আডিবিইবির কাউন্সিলর
প্রকৌশলী মোঃ মোজাফ্ফর হোসেন, প্রকৌশলী মোঃ মজাফফার হোসেন, হাকিমপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমানসহ বাকাছাপ'র সদস্যবৃন্দ, দিনাজপুর পলিটেকনিট ইনস্টিটিউট, এসআরএ পলিটেকনিক ইনস্টিটিউট, পূনর্ভবা, এ্যাপটাচ, ডিআইএসটি, গ্লোবাল, আনোয়ারা, উত্তরণ ও ইকোসার্ভ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, দিনাজপুর আইসিটি ক্লাবের সদস্যবৃন্দ দিনাজপুরে কর্মরত বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪