কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব হলরুমে স্মরণ সভার আয়োজন করে দিনাজপুর জেলা খেলাঘর। সভায় জেলার বিভিন্ন আসরের অর্ধশত শিশু-কিশোর উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের সভাপতি অধ্যাপক জলিল আহমেদ। আলোচনায় অংশ নেন কেন্দ্রিয় সম্পাদকমন্ডলির সদস্য মাহবুবুর রহমান শিপন, কেন্দ্রিয় সদস্য নুরুল মতিন সৈকত, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রমথেশ শীল, উপদেষ্টা অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, উপদেষ্টা রেজাউর রহমান রেজু, সহসভাপতি শহিদুল ইসলাম, প্রগতি লেখক সংঘ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মামুন রুমি, উদীচী দিনাজপুর জেলা সংসদের সম্পাদকমন্ডলির সদস্য শুক্লা সাহা, খেলাঘর দিনাজপুর জেলা কমিটির সম্পাদকমন্ডলির সদস্য মুক্তা মাহবুবা, কবি ও সাংবাদিক শৈশব রাজু, মনিমেলার ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসমিন আরা রানু, সদালাপের সাধারণ সম্পাদক দুর্যোধন রায়, বিরল ফরক্কাবাদের দীপ্তি খেলাঘর আসরের সদস্য শাহরিয়ার শাহেদ, বড়ইলের ধরণী খেলাঘর আসরের সভাপতি নীপা খাতুন, ফুলবাড়ীর মৃত্তিকা খেলাঘর আসরের সভাপতি মোহাম্মদ নাসিম, ছয়রাস্তামোড়ের রূপকথা আসরের সদস্য অনুশ্রী রায় প্রমুখ।
সভার শুরুতে মাহফুজা খানমের স্মৃতি স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাধারণ সম্পাদক মাহফুজা খানমের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে শিশু-কিশোররা কবিতা ও ছড়া আবৃত্তি করেন।
আলোচনাকালে বক্তরা বলেন, ‘অধ্যাপক মাহফুজা খানম নানা পরিচয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন শিশুদের জন্য নিবেদিত প্রাণ। সারাজীবন শিশু-কিশোরদের জন্য নিরাপদ পৃথিবী গড়তে কাজ করেছেন। বিজ্ঞানমনস্ক জাতি ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনে অগ্রণীভুমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব প্রগতিশীল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।
উল্লেখ, অধ্যাপক মাহফুজা খানম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদের (ডাকসু) দ্বিতীয় নারী ভিপি ছিলেন। অংশ নিয়েছেন মহান মুক্তিযুদ্ধে। শিক্ষকতার পাশাপাশি তিনি মানিকগঞ্জ সমিতি, পেশাজীবী নারী সমাজ, খেলাঘর, বিশ্ব শিক্ষক ফেডারেশন, ইতিহাস একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক। ২০২১ সালে একুশে পদক সম্মাননা লাভ করেন। গত ১২ আগস্ট বার্ধক্যজনিত কারণে ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪