স্টাফ রিপোর্টার:
আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিশাল মোটরসাইকেল র্যালী হয়েছে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নে। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই র্যালী অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইউনিয়ন বিএনপির সহযোগিতায় বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ২০ অক্টোবর সোমবার বিকেলে জনগণকে ধানের শীষ মার্কায় আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি শংকরপুর এম উচ্চ বিদ্যালয় মাঠ হতে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেলে হাজারো নেতাকর্মী নিয়ে একটি বিশাল র্যালী বের হয়ে টাকুররাইন বাজার, সালকি, মনিপুর বনতাড়া, চকগোপাল, মোহনপুর, পাঁচকুর, সন্তোষপাড়া,পশ্চিম নারায়নপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে আবারো শংকরপুর এম উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪