দিনাজপুর বার্তা২৪.কম :- বরগুনা জেলা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তরিকুল বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামের হাসেম মুন্সীর ছেলে। তিনি বিজয় টিভি’র বরগুনা দক্ষিণ প্রতিনিধি ছিলেন। বরগুনা থানার ওসি মাসুদুজ জামান জানান, সকালে টেলিভশনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় বরগুনা থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪