দিনাজপুর বার্তা২৪.কম :- ফেসবুকে স্টাটাস দেয়াকে কেন্দ্র করে রংপুর ও ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে দিনাজপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানববন্ধন করেছে।
মঙ্গলবার বেলা ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নেয়।
মানববন্ধন থেকে বক্তারা ন্যাক্কারজনক এই হামলায় জড়িতসহ সকল ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার এবং বিচারের মাধ্যমে কঠোর শাস্তি দাবী করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ দিনাজপুর শাখার সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু, সাধারন সম্পাদক উত্তম কুমার রায় ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু। ##
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪