দিনাজপুর বার্তা২৪ ডেক্স // বিনোদন: দেশ-বিদেশের স্টেজে বর্তমানে সরব ফোক ঘরানার জনপ্রিয় শিল্পী বারী সিদ্দিকী। প্রায় প্রতিদিনই তিনি স্টেজ শো করছেন। তবে দীর্ঘ সময় ধরে বাজারে নতুন গান কিংবা অ্যালবাম নেই এই গুণী শিল্পীর। তবে এবার বারী ভক্তদের জন্য সুখবর হলো খুব শিগগির নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। এরই মধ্যে এ অ্যালবামের কাজ শেষ হয়েছে। এর সব গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। আর গানগুলোর সুর করেছেন বারী সিদ্দিকী নিজেই। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। প্রযোজনা প্রতিষ্ঠান মাই সাউন্ড থেকে এ অ্যালবামটি প্রকাশ হবে পহেলা বৈশাখে। এ বিষয়ে বারী সিদ্দিকী বলেন, অনেক দিন পর নতুন অ্যালবাম করলাম। আমার স্টাইলেই গানগুলো করেছি। তবে গানগুলোর কথা, সুর ও সংগীতে খানিক ভিন্নতাও খুঁজে পাবেন শ্রোতারা। ফোক ঘরানার গান নিয়েই অ্যালবামটি করা। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪