দিনাজপুর বার্তা২৪ ডেক্স // বিনোদন: চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১২ রিয়েলিটি শোর মাধ্যমে শোবিজে অভিষেক ঘটে শায়লা সাবির। তবে বর্তমানে টিভি নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ২০১৩ সালে চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবিতে সর্বপ্রথম কাজ করেন। ছবিটি পরিচালনা করেন গীতালী হাসান। এরপর তার অভিনীত ও আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়। আসছে ২৪শে মার্চ তার নতুন ছবি মুক্তি পাচ্ছে। ছবির নাম ‘ক্রাইম রোড’। ছবিটি পরিচালনা করেছেন সায়মন তারিক। এ প্রসঙ্গে শায়লা সাবি বলেন, প্রায় দুই বছর পর আমার নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে আমি আনিসুর রহমান মিলনের বিপরীতে কাজ করেছি। অনেকদিন পর মুক্তি পেলেও ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। আমার সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ঘাসফুল’ ছবিতে আমাকে ভিন্নভাবে দেখেছেন দর্শক। ‘ক্রাইম রোড’ ছবিটি আমার অভিনীত প্রথম বাণিজ্যিক ছবি। তাই ছবিতে নাচে গানে ভিন্ন এক সাবিকে খুঁজে পাবেন দর্শক। আমার বিশ্বাস, রোমান্টিক ও অ্যাকশন ঘরনার এ ছবিটি দর্শক পছন্দ করবেন। ‘ক্রাইম রোড’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ, বিপাশা কবির, অমিত হাসান প্রমুখ। এ ছবির বাইরে শায়লা সাবি নির্মাতা তানিম রহমান অংশুর ‘আদি’ ছবিতে কাজ করেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। এ ছবির বাইরে একই পরিচালকের ‘মায়া’ ছবিতে অভিনয়ের কথা রয়েছে শায়লা সাবির। হঠাৎ বিয়ে করার কারণে মাঝে কিছুটা সময় অভিনয় বিরতি দেন সাবি। তবে খুব শিগগিরই আবারো নতুন ছবির কাজে ফিরবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪