দিনাজপুর বার্তা২৪ ডেক্স : সর্বশেষ ‘আজহার‘ ছবিতে গত বছর অভিনয় করেছিলেন লারা দত্ত। প্রধান নায়িকা চরিত্রে না করলেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এখানে তাকে দেখা গিয়েছিল। এবার এক বছরের বিরতি শেষে ভিন্নরূপে দর্শকদের সামনে ফিরছেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুশীল রাজপুতের নতুন সিনেমায় অভিনয় করছেন সাবেক এই মিস ইউনিভার্স। নাম চূড়ান্ত না হওয়া এ ছবিতে বিনয় পাঠকের সঙ্গে আবারো জুটি বাঁধছেন লারা। এর আগে ‘চালো দিল্লি ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। এবার এ ছবিতে অ-ভারতীয় ‘সিঙ্গল’ মায়ের চরিত্রে দেখা যাবে লারাকে। আর এ ছবিটি নিয়ে দারুণ উত্তেজিত লারা। এ বিষয়ে একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে লারা বলেন, আমার কাছে এই চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। আমি চাইছিলাম সংবেদনশীল ও আবেগময় আরকেটি সিনেমায় কাজ করতে। সুশীল রাজপুতের গল্পটি আমার ভালো লেগেছে। তাই এই চরিত্রটি করছি। জানা গেছে লারা দত্তের প্রযোজনা প্রতিষ্ঠান ভিগি বসন্তি থেকে এ ছবিটি নির্মাণ শুরু হবে। এদিকে এ ছবির জন্য লারাকে সব ধরনের সহযোগিতা করছেন তার স্বামী ও ভারতের টেনিস তারকা।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪