দিনাজপুর বার্তা২৪ ডেক্স: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম নতুন একটি ধারাবাহিকে অভিনয় করেছেন। ধারাবাহিকের নাম 'মুখোশ'। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন। নির্মাণ করেছেন শাহাদাৎ হোসেন সুজন। ধারাবাহিক এ নাটকটির প্রচার শুরু হবে আজ থেকে প্রতি শুক্র ও শনিবার রাত আটটায় এটিএন বাংলায়।
এ প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, 'অনেকেই বড়লোকের পরিবারের গল্প নিয়ে নাটক লেখার চেষ্টা করেন। শেষ পর্যন্ত সংলাপ, ঘটনাপ্রবাহ সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কিন্তু আহমেদ শাহাবুদ্দীন তার লেখনীতে নাটকের ঘটনাপ্রবাহ, সংলাপ সব ঠিকঠাকভাবেই এগিয়ে নিয়েছেন। নাট্যকার হিসেবে বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি। পাশাপাশি সুজন একসময় আমাদের নাটকের দলেই কাজ করত। তবে তার নির্দেশনায় এবারই প্রথম আমি টিভি নাটকে অভিনয় করেছি। সে বেশ যতœ নিয়ে নাটকটি নির্মাণ করেছে। আশা করি, নাটকটি দর্শকের অত্যন্ত ভালো লাগবে।' নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আল মামুন, সাবেরী আলম, জয়শ্রী কর জয়া, হিল্লোল, নওশীন, নিলয়, শখ'সহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪